বিএটিবিসি’র ২৪ কোটি ৯০ লাখ টাকার বিনিয়োগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

বিএটিবিসি’র ২৪ কোটি ৯০ লাখ টাকার বিনিয়োগ

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো কোম্পানি বাংলাদেশ লেজার জেট প্রিন্টার ক্রয় ও স্থাপনের জন্য ২৪ কোটি ৯০ লাখ টাকার বিনিয়োগ অনুমোদন করেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানানো হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানির বোর্ড সভায় ঢাকা এবং সাভার উভয় কারখানায় ৩৬টি এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার ক্রয় এবং স্থাপনের এ বিনিয়োগ অনুমোদন করা হয়।


কোম্পানির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীণ উৎস এবং ব্যাংক অর্থায়ন থেকে এই বিনিয়োগের অর্থায়ন করা হবে।


বিনিয়োগের মধ্যে রয়েছে জেট প্রিন্টার কেনা বাবত ১৪ কোটি ৫৫ লাখ টাকা এবং প্রিন্টার মেশিন স্থাপন বাবদ খরচ ১০ কোটি ৩৫ লাখ টাকা। মোট বিনিয়োগ দাঁড়াবে ২৪ কোটি ৯০ লাখ টাকায়।

Post Comment