এক ঘন্টার মধ্যে চার কোম্পানি হল্টেড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক ঘন্টার মধ্যে চার কোম্পানি হল্টেড

 

সপ্তাহের দ্বিতীয় কর্মদিসব সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘন্টায় চার কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। সকাল ১১টায় কোম্পানিগুলোর শেয়ার কেনার জন্য লাখ লাখ শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো-বসুন্ধরা পেপার, ইসলামিক ফাইন্যান্স, কাট্টলী টেক্সটাইল ও এসআলম ক্লোড রোল্ড স্টিল লিমিটেড।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে বসুন্ধরা পেপারের। কোম্পানিটির শেয়ার আগেরদিন দুই কর্মদিবসও ইতিবাচক ছিল। তবে খুব বেশি বাড়েনি। গত দুই দিনে বেড়েছে ৩ শতাংশের নিচে। তবে আজ বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩ লাখ ৮৬ হাজার শেয়ার।


এরপর ইসলামিক ফাইন্যান্স, কাট্টলী টেক্সটাইল ও এসআলম ক্লোড রোল্ড স্টিলের দর বেড়েছে দিনের সর্বোচ্চ। এরমধ্যে এসআলম ক্লোড রোল্ড স্টিল ৭ম কর্মদিবসের মতো আজও হল্টেড হয়েছে। শেয়ারটির দাম কেন এভাবে বাড়ছে, তা কেউ বলতে পারেনি।


এদিকে, ইসলামিক ফাইন্যান্স ও কাট্টলী টেক্সটাইলের শেয়ার দর গত দুই কর্মদিবসও সামান্য বেড়েছে। আজ সর্বোচ্চ দরে লেনদেন হয়ে হল্টেড হয়েছে।

কোন মন্তব্য নেই