ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি

 

অত্যাধুনিক হ্যাকের শিকার হয়েছে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সির ১৫০ কোটি ডলার। প্রধান একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিষয়টি নিশ্চিত করে বলেছে, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় অনলাইন চুরির ঘটনা।


বাইবিট শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বলেছে, ডিজিটাল ওয়ালেটগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের একটি নিয়মিত স্থানান্তরে একজন আক্রমণকারী ‘কারচুপি’ করেছে। এর মাধ্যমে তিনি ক্রিপ্টোটিকে একটি অজ্ঞাত ঠিকানায় স্থানান্তর করেছেন।


এক্সচেঞ্জে তাদের ক্রিপ্টোকারেন্সির ঠিকানাগুলো নিরাপদ রয়েছে বলে গ্রাহকদের আশ্বস্ত করেছে সংস্থাটি। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, হ্যাকিংয়ের খবরে কারেন্সি তুলে নেয়ার অনুরোধ বেড়েছে। সেগুলো প্রক্রিয়াকরণে বিলম্ব হতে পারে।


বাইবিটের প্রধান নির্বাহী বেন ঝৌ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, হ্যাক হওয়া ক্রিপ্টো পুনরুদ্ধার না হলেও তার কোম্পানি সচ্ছল থাকবে। তিনি বলেন, ‘আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারব।‘


ক্রিপ্টোকারেন্সি চুরি করা হ্যাকারদের একটি প্রিয় কৌশল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় হ্যাকাররা, বিশেষত সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি উচ্চ-ডলারের ক্রিপ্টো চুরির ঘটনায় জড়িত হয়েছে।


গত ডিসেম্বরে জাপানের এফবিআই, প্রতিরক্ষা বিভাগ ও ন্যাশনাল পুলিশ এজেন্সি এক যৌথ বিবৃতি দিয়ে জাপানের একটি ক্রিপ্টো ফার্ম থেকে ৩০৮ মিলিয়ন ডলার চুরির জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করে।


সূত্র : ইউএনবি

কোন মন্তব্য নেই