বিশ্ববাজারে বেড়েছে গমের দাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্ববাজারে বেড়েছে গমের দাম

 

কানাডায় সম্ভাব্য রেল স্টপেজ তৈরির উদ্বেগে গতকাল বিশ্ববাজারে গমের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, রেল স্টপেজ তৈরি করলে উত্তর আমেরিকা থেকে গম রফতানি ব্যাহত হতে পারে। খবর বিজনেস রেকর্ডার। 


শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য পৌঁছেছে ৫ ডলার ৪৫ সেন্টে।


তবে কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে বাড়তি সরবরাহে খাদ্যপণ্যটি এখনো  চার বছরের সর্বনিম্ন দামে বেচাকেনা হচ্ছে। রাশিয়া ও উত্তর আমেরিকায় গমের ফলন ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী পণ্যটির চাহিদাও কমেছে। এমনকি বছরের প্রথমার্ধে শীর্ষ আমদানিকারক দেশ চীন আমদানি কমানোর পূর্বাভাস দিয়েছে।


অন্যদিকে সিবিওটিতে গতকাল ভুট্টার দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৩ ডলার ৯৮ সেন্টে। সয়াবিনের দাম দশমিক ৪ শতাংশ কমে বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৯ ডলার ৭৮ সেন্টে।

কোন মন্তব্য নেই