‘শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল’

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের তদন্ত দল শীঘ্রই দেশে আসবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপে এ কথা বলেন তিনি।


বুধবার (১৪ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভলকার তুর্ককে বলেন, মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে থাকবে। এ সময় ড. ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চান। এছাড়া, ভলকার তুর্ক ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান তিনি।


জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে ছাত্র বিপ্লবের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্ত করতে শিগগিরই বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই