১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

 

১৩ বছর পর ঢাকার মগবাজারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান।


২০১১ সালের পর এখানে আর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।


মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন।’


অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।


সূত্র : বিবিসি


কোন মন্তব্য নেই