ব্যাংক ও বন্দর চালু করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে: অর্থ উপদেষ্টা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংক ও বন্দর চালু করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে: অর্থ উপদেষ্টা

 

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নতুন পরিস্থিতির কারণে ব্যাংক ও বন্দর চালু করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।


শনিবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।


দায়িত্ব গ্রহণের পর ছুটির দিনেও মন্ত্রণালয়ে অফিস করেছেন অর্থ উপদেষ্টা। এদিন দেশের অর্থনীতির হালচাল জানতে বৈঠকে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে।


অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। অর্থনীতি যদি থমকে যায়, তাহলে বন্ধ হয়ে যাওয়া গাড়ির মতো স্টার্ট করতে সময় লাগবে।ব্যাংকের ওপর আস্থা ফেরাতে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ চালু হবার পর ব্যাংকিং খাতে সংস্কারের বিষয়টি সামনে আসবে।’


অর্থ উপদেষ্টা বলেন, মানুষের আয়ের সংস্থান বৃদ্ধি করা এবং মূল্যস্ফীতি কমানো তাদের প্রধান লক্ষ্য থাকবে।


মৌলিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না বলে সাংবাদিকদের জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।


উন্নয়নের সুফল বেশির ভাগ মানুষ পাননি উল্লেখ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব ভুল উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো সংস্কার করার কথাও বলেন অর্থ উপদেষ্টা।

কোন মন্তব্য নেই