কর্মবিরতিতে থাকা পুলিশ কর্মস্থলে না এলে পলাতক ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কর্মবিরতিতে থাকা পুলিশ কর্মস্থলে না এলে পলাতক ঘোষণা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেয়ার জন্য নির্দিষ্ট তারিখ দেয়া হবে।


এই সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।


রোববার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ সদস্যদের দ্রুত কাজে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।


এর আগে বুধবার আইজিপি মো: ময়নুল ইসলাম ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দিয়েছিলেন।


এরপর পুলিশ সদস্যরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করে। তবে এখনো তারা মাঠে নামেননি।

সূত্র : বিবিসি

কোন মন্তব্য নেই