পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনা হবে: অর্থ উপদেষ্টা
দেশে থেকে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।পাচারের টাকা ফিরিয়ে আনার লক্ষে অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী অর্থায়ন প্রতিরোধ–সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিলকে পাচারকারীদের সম্ভাব্য তালিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার (১৪ আগস্ট) প্রায় দুই বছর পর অর্থ উপদেষ্টার সভাকক্ষে অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী অর্থায়ন প্রতিরোধ–সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এনবিআর, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক পালা বদলের প্রেক্ষাপটে কেউ যাতে অর্থ তুলে নিয়ে পালিয়ে যেতে না পারে, তা প্রতিরোধে সন্দেহভাজনদের ব্যাংক হিসাব জব্দ করাসহ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটিই হোক, যত ক্ষমতাধরই হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে পাচারের অর্থ সন্ধানে সুইস ব্যাংকসহ সম্ভাব্য দেশ ও গন্তব্যে সংশ্লিষ্ট সরকার ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন।
পাশাপাশি আমদানি–রপ্তানির আড়ালে অর্থ পাচারের ফাঁকফোকরসহ হুন্ডি প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা করেন উপদেষ্টা।
কোন মন্তব্য নেই