সীমিত পরিসরে শুরু তেজগাঁও থানার কার্যক্রম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সীমিত পরিসরে শুরু তেজগাঁও থানার কার্যক্রম

 

সেনা পাহারায় শুরু হলো রাজধানীর তেজগাঁও থানা। তবে আপাতত সীমিত পরিসরে শুরু হয়েছে থানার কার্যক্রম।


শুক্রবার (৯ আগস্ট) সকালে শুরু হয় কার্যক্রম। এ সময় থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সেনাবাহিনী জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলেছে সেনাবাহিনী। থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তারা। এ সময় পুলিশ কর্মকর্তারা জানায়, পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে। প্রায় ৪০ জন সদস্য ইতোমধ্যে যোগ দিয়েছে।


এ সময় সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে আবারও জনগণের আস্থার জায়গা নিতে আহ্বান জানানো হয়। ডিএমপির তেজগাঁও ডিভিশনের ৬টি থানার মধ্যে ৩টি থানার কার্যক্রম শুরু করার চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই