অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের আপিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের আপিল

 

চীনের বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে আপিল করেছে চীন।


মূলত চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে পূর্বে আরোপিত শুল্কের পাশাপাশি যানবাহনের মডেল ভেদে ১৭ দশমিক ৪ শতাংশ থেকে ৩৭ দশমিক ৬ শতাংশ পর্যন্ত নতুন শুল্কারোপ করেছে ইইউ। এর আগে ইইউ ভুক্ত দেশগুলোয় চীন থেকে আমদানি করা সব ধরনের বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক দিতে হতো।


চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, এই আপিলের লক্ষ্য হলো বৈদ্যুতিক গাড়ি শিল্পের বিকাশের অধিকার ও স্বার্থ এবং বৈশ্বিক সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখা।


মুখপাত্র আরও বলেন, ইইউ’র প্রাথমিক রায়ের কোনও তথ্যগত ও আইনি ভিত্তি নেই, এটি ডব্লিউটিও’র নিয়ম লঙ্ঘন করেছে এবং জলবায়ু পরিবর্তনের সমাধানে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কিত সামগ্রিক পরিস্থিতিকেও ক্ষতিগ্রস্ত করেছে।


এ ছাড়া চীন ইইউকে তার ভুল পদক্ষেপগুলো সংশোধন এবং চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ইভি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য নেই