এমটু চিপসহ অ্যাপলের নতুন ম্যাকবুক উন্মোচন
নির্ধারিত সময়ের আগেই এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপযুক্ত নতুন ম্যাকবুক উন্মোচন করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
শুরু থেকেই ম্যাকবুকে ইন্টেলের চিপ ব্যবহার করে আসছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। ২০২০ সালে এসে প্রতিষ্ঠানটি নিজস্ব নকশার সেমিকন্ডাক্টর ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে গত বছর থেকে এমটু চিপের হালনাগাদ ভার্সনযুক্ত একাধিক ডিভাইস বাজারজাত শুরু হয়। যার প্রেক্ষিতে ১৭ জানুয়ারি ম্যাকবুকগুলো উন্মোচন করলো অ্যাপল।
নতুন ম্যাক মিনি ৫৯৯ ডলার থেকে কেনা যাবে। এছাড়া নতুন চিপসহ ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ডিভাইসের দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু। সে তুলনায় এম২ চিপযুক্ত ১৩ ইঞ্চির মডেলের দাম কিছুটা কম। ১ হাজার ২৯৯ ডলার থেকে ডিভাইসটি কেনা যাবে। ২৪ জানুয়ারি থেকে এগুলো সংগ্রহ করা যাবে।
নতুন ম্যাকবুক প্রো মডেলগুলোর তথ্য কয়েক মাস আগে থেকেই প্রকাশ্যে আসতে থাকে। তবে কারখানাসহ সরবরাহ সংকটের কারণে প্রতিষ্ঠানটি ডিভাইসগুলোর উন্মোচন পিছিয়ে ২০২৩ সালের প্রথম দিকে নিয়ে আসে। এ বিষয়ে ২০২২ সালের অক্টোবরে প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষক রুনার জরহোভডে বলেন, চিপ সরবরাহ দেরি হওয়ায় ডিভাইস বাজারজাতেও সময় লেগেছে। নির্ধারিত সময়ে নতুন ডিভাইস উন্মোচনে অ্যাপলের যে সুনাম রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। আলোচনা-সমালোচনাও হয়েছে।
নতুন ম্যাকবুক উন্মোচনের কারণে দুর্বল বাজারেও অ্যাপলের শেয়ার ১ শতাংশ বেড়েছে। ২০২২ সালে কোম্পানিটি প্রায় ২৭ শতাংশ শেয়ারমূল্য হারায়। ২০০৮ সালের পর থেকে এটিই ছিল কোম্পানির সবচেয়ে বড় দরপতন। অ্যাপল জানায়, এম২ প্রো চিপে এম১ প্রো চিপের চেয়ে ২০ শতাংশ ও এম২ চিপের দ্বিগুণ ট্রানজিস্টর রয়েছে। ফলে অ্যাডোবি ফটোশপের মতো ভারী সফটওয়্যারগুলো যেকোনো সময়ের তুলনায় দ্রুত কাজ করবে।
বাজার বিশ্লেষক আরেক প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে চিপ নির্মাতা এনভিডিয়াকে পেছনে ফেলে সেরা ১০ সেমিকন্ডাক্টর বিক্রেতার কাতারে জায়গা করে নেয় তাইওয়ানের টিএসএমসি। এর পর থেকে অ্যাপল চিপ উৎপাদনে টিএসএমসির সঙ্গে কাজ করছে।
গার্টনারের ভিপি অ্যানালিস্ট অ্যান্ড্রু নরউড বলেন, আমাদের অনুমান ২০২২ সালে অ্যাপলের চিপগুলোর সামগ্রিক দাম ছিল ১ হাজার ৭৬০ কোটি ডলারের মতো। বিভিন্ন জটিল চিপ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
কোন মন্তব্য নেই