আমদানিতে নতুন ফি আরোপের ঘোষণা ইউএইর
আমদানিতে নতুন ফি আরোপ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয় (এফএআইসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, ১ ফেব্রুয়ারি থেকে ১০ হাজার ইউএই দিরহাম বা এর অধিক মূল্যের আন্তর্জাতিক কেনাকাটায় নির্দিষ্ট ফি দিয়ে মন্ত্রণালয়ের প্রত্যয়ন নিতে হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
মাইক্রোব্লগিং সাইট টুইটারের এক পোস্টে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির মন্ত্রিসভার প্রণীত ২০২২ সালের ৩৮ নং আইন মেনে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা হবে। এ আইন অনুযায়ী আমদানিকারকরা বাণিজ্যিক চালান ও আমদানি তথ্য দিয়ে এফএআইসির অনুমোদন নেবে।
ইউএইর প্রণীত নতুন আইন অনুযায়ী, এফএআইসি ১০ হাজার দিরহাম বা এর বেশি মূল্যের আমদানি পণ্যের প্রতিটি বাণিজ্যিক চালানের জন্য ১৫০ দিরহাম ফি আদায় করবে। তবে ১০ হাজার দিরহামের নিম্ন মূল্যের চালান, ব্যক্তিগত আমদানি পণ্য, উপসাগরীয় দেশগুলোর (জিসিসি) আমদানি, ফ্রি জোন আমদানি, পুলিশ ও সামরিক আমদানি, দাতব্য আমদানি ইত্যাদি ক্ষেত্রে আমদানি প্রত্যয়ন ফি দিতে হবে না। তবে এর আগে চলতি বছরের শুরুতে ব্যক্তি পর্যায়ের ৩০০ ইউএই দিরহাম বেশি মূল্যের আন্তর্জাতিক কেনাকাটার ওপর নতুন শুল্ক আরোপ করেছে দেশটি।
এফএআইসি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডিজিটাল পদ্ধতিতে এ-সংক্রান্ত নথি জমা দেয়া যাবে। ইলেকট্রনিক ডকুমেন্ট অ্যাটেস্টেশন সার্ভিসের (ইডিএএস) ওয়েবসাইটে বলা হয়েছে, অ্যাটেস্টেশন হলো ইউএই বা আন্তর্জাতিক নথিতে সিল ও স্বাক্ষরের বৈধতা নিশ্চিত করার একটি পদ্ধতি। আর বাণিজ্যিক চালান অ্যাটেস্টেশন পরিষেবা একটি স্বয়ংক্রিয় অনলাইন পরিষেবা। এর মাধ্যমে ইউএই বা আন্তর্জাতিক বাণিজ্যিক চালানগুলোকে ১২ মিনিটের মধ্যে ডিজিটাল উপায়ে প্রত্যয়ন দেয়া হয়। আমদানিকারকরা আমদানি পণ্যের কাস্টমস ডিক্লারেশন পাওয়ার পর ১৪ দিনের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন।
কোন মন্তব্য নেই