ফেসবুক ও ইনস্টাগ্রামে ফেরার চেষ্টায় ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুক ও ইনস্টাগ্রামে ফেরার চেষ্টায় ট্রাম্প


২০২২ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। এতে উসকানি দেয়ার অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাকে নিষিদ্ধ করা হয়। তবে পুনরায় মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে ফেরার চেষ্টা চালানোর কথা জানিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকার সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।


ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। এটা কীভাবে কাজ করে সেটিও আমরা দেখব। তারা যদি আমাকে ফিরিয়ে নেয় তাহলে এটি তাদের জন্য সহায়ক হবে। তবে আমার চেয়ে তাদের প্রয়োজন বেশি। এ বিষয়ে যোগাযোগ করা হলেও মেটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখেই সম্ভবত তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৪ সালের নির্বাচন সামনে রেখে প্রচারণা চালানোর জন্য তার দল মেটার কাছে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার আবেদন করেছে। চলতি মাসের কোনো এক সময় ট্রাম্পের অ্যাকাউন্টের ভবিষ্যৎ নিয়ে মেটাকে বিতর্কিত কোনো সিদ্ধান্ত জানাতে হতে পারে।


২০২২ সালের নভেম্বরে টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেও প্লাটফর্মটিকে দুবার না করেছেন ট্রাম্প। ট্রাম্পের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং বলেন, ফেসবুকে তার প্রত্যাবর্তন ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ টুল হিসেবে বিবেচিত হবে।

কোন মন্তব্য নেই