অবসরের বয়স নিয়ে ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবসরের বয়স নিয়ে ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ


চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর পরিকল্পনায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফরাসিরা। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটিতে ২০ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। খবর আনাদুলু এজেন্সি।


ফ্রান্সের বৃহত্তম ট্রেড ইউনিয়ন সিজিটির সেক্রেটারি জেনারেল ফিলিপ মার্টিনেজের মতে, বিক্ষোভকারীদের মধ্যে প্রায় চার লাখ প্যারিসের রাস্তায় নেমেছিল। এ সময় যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং বন্ধ রাখা হয় বেশিরভাগ বিদ্যালয়।


দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে বিক্ষোভকারীদের সংখ্যা ১১ লাখ ২০ হাজারের বেশি ছিল। যা প্রত্যাশিত বিক্ষোভকারীর চেয়ে ৬-৮ লাখ বেশি।


পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ অস্ত্র বহনসহ বিভিন্ন অভিযোগে প্যারিসে অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।


প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জোর দিয়ে বলেছেন, পেনশন তহবিলের ঘাটতি মোকাবেলা করার জন্য অবসর গ্রহণের বয়স বাড়ানো প্রয়োজন। এটি বার্ষিক অতিরিক্ত ১৯১ কোটি ডলার তহবিলে যোগ করবে।


জনমত জরিপ অনুযায়ী, দুই-তৃতীয়াংশ ফরাসি নাগরিক এই পরিকল্পনার বিরুদ্ধে রয়েছে।


সিজিটির সিনিয়র সদস্য ব্রিজিট গ্যাব্রিয়েল বলেছেন, পেনশন ব্যবস্থাকে কার্যকর করার আরও অনেক উপায় আছে। এছাড়া বেতন বাড়ানোর বিষয়েও সরকারকে চাপ দিতে আরও প্রতিবাদ হতে পারে।


এদিকে প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন মুক্ত আলোচনা ও মত প্রকাশে উত্সাহিত করার ওপর জোর দিয়েছেন।

কোন মন্তব্য নেই