গ্রাহক বাড়লেও প্রধান নির্বাহীর পদ ছাড়লেন নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতা
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়লেন। তিনি দুই দশক ধরে এ দায়িত্বে ছিলেন। খবর রয়টার্স।
সাম্প্রতিক মন্দার পর গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্মটির গ্রাহক বাড়ে, এ শিরোনামের মধ্যে রিডের পদত্যাগের খবর এল। তার পদে আসবেন আরেক সহ-প্রতিষ্ঠাতা টেড স্যান্ডোস। তবে সিইও হিসেবে সরে দাঁড়ালেও নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন রিড হেস্টিং। নতুন দায়িত্বে তারা শিগগিরই যোগ দেবেন বলে জানানো হয়েছে।
প্ল্যাটফর্মটি জানিয়েছে, বছরের শেষ তিন মাসে গ্রাহক বেড়েছে প্রায় ৭৭ লাখ। এমন দর্শক টানার পেছনে ‘হ্যারি অ্যান্ড মেগান’ ও ‘ওয়েনেসডে’ সিরিজের ভূমিকা ছিল। ডিসেম্বর শেষে তাদের বৈশ্বিক গ্রাহক ২৩ কোটি ছাড়িয়েছে।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে নেটফ্লিক্সের বর্তমান অবস্থানে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হেস্টিংসের।
বিশ্বব্যাপী হলিউডের চলচ্চিত্র ও টিভি সিরিজকে ভিন্ন মাধ্যমে নিয়ে গেছে এ সেবা।
কোন মন্তব্য নেই