প্যাকেজ হলিডে ও ফ্লাইটের ব্যয় বেড়েছে ৩০ শতাংশ
বিশ্বের জনপ্রিয় সব গন্তব্যে প্যাকেজ হলিডে এবং ফ্লাইটের ব্যয় গত বছরও বাড়তির দিকে ছিল। বর্তমানে গ্রিসে এক সপ্তাহের সফরে যে পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে তা এক বছর আগের তুলনায় ৩০ শতাংশ বেশি। সেই সঙ্গে ইতালি, স্পেন ও তুরস্কে খরচ বেড়েছে আগের তুলনায় এক-পঞ্চমাংশ বা আরো বেশি। খবর দ্য গার্ডিয়ান।
খরচ বাড়ার এ প্রবণতার কারণে যারা জীবনযাত্রার ব্যয় সামলাতেই হিমশিম খাচ্ছিলেন তারা ছুটির সময় গন্তব্য নির্ধারণের ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন। এ সময়ে ১৫টি জনপ্রিয় গন্তব্যে ফ্লাইটের ব্যয় ২০২২ সালের তুলনায় ৫১ শতাংশ বেড়ে গেছে। আর ইতালি ও গ্রিসে আকাশপথে যাত্রার মূল্য ৭১ শতাংশ বেড়েছে।
তবে শুধু যে পৌঁছে গেলেই ব্যয় বাড়ার প্রবণতা থেকে মুক্তি মিলে যাবে তেমন কোনো লক্ষণ নেই। যুক্তরাজ্য ও ইউরোপের বাইরে হোটেলের ভাড়া ২৩ শতাংশ বেড়েছে। ২০২২ সালের খ্রিস্টধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডের ছুটির সময়ের ব্যয় ১৩৮ পাউন্ড থেকে বেড়ে চলতি বছরে ছুটিকে কেন্দ্র করে ব্যয় ১৭০ পাউন্ডে গিয়ে দাঁড়িয়েছে। সেখানে ইউরোপীয় হোটেলগুলোয় ভাড়া বেড়েছে ১০ শতাংশ। ২০২২ সালে সংখ্যাটা যেখানে ছিল ১০৮ পাউন্ডে, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ পাউন্ডে।
হুইচ ট্রাভেলের সম্পাদক রোরি বোল্যান্ড বলেন, চলতি বছর সফরকারীদের এক বছর আগের তুলনায় বাড়তি মূল্য দিতে হচ্ছে। মূল্যস্ফীতির চাপ এবং ছুটিতে যাওয়ার জন্য সবার বাড়তি চাহিদার কারণে ব্যয় এমন ঊর্ধ্বমুখী।
কোন মন্তব্য নেই