ফেব্রুয়ারিতে সাড়ে ৭ লাখ গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা টয়োটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেব্রুয়ারিতে সাড়ে ৭ লাখ গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা টয়োটার


চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছে টয়োটা মোটর করপোরেশন। খবর রয়টার্স।


জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশীয় কারখানায় প্রায় তিন লাখ ইউনিট ও বিদেশের কারখানাগুলোয় প্রায় ৪ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করতে চেয়েছে তারা। পাশাপাশি সেমিকন্ডাক্টর ও গাড়ির যন্ত্রাংশ সরবরাহের ওপরও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৭ লাখ ৪০ হাজার ৯৯৬ ইউনিট গাড়ি উৎপাদন করেছিল টয়োটা, যা ওই মাসে সাত লাখ গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে বেশি।


গত সোমবার এক প্রাক্কলনে টয়োটা জানায়, ২০২৩ সালে এক কোটিরও বেশি গাড়ি উৎপাদন করতে চায় টয়োটা মোটর। কভিড-১৯ ও যন্ত্রাংশের সরবরাহ চেইন সংকট সত্ত্বেও এ উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করছে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটি।


গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রার তথ্য শেয়ারের উদ্দেশ্য সম্পর্কে টয়োটার এক নির্বাহী জানান, এর ফলে সরবরাহকারীরা তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারবে।


গত মাসে এক প্রাক্কলনে টয়োটা জানিয়েছিল, চলতি অর্থবছরে (এপ্রিল ২০২২-মার্চ ২০২৩) ৯২ লাখ গাড়ি উৎপাদন করতে যাচ্ছে তারা। বিভিন্ন উপকরণ ব্যয় বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর-স্বল্পতার কারণে টয়োটার গাড়ি উৎপাদন কমেছে।

কোন মন্তব্য নেই