সাইবার হামলার শিকার মেইলচিম্প
নিউজলেটার ও ই-মেইল পাঠানোর অন্যতম প্লাটফর্ম মেইলচিম্পে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েক ডজন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এ নিয়ে দুবার হ্যাকারদের শিকারে পরিণত হলো প্রতিষ্ঠানটি। ১৩ জানুয়ারি প্রতিষ্ঠানটি হামলার কথা স্বীকার করে। এক ব্লগপোস্ট মেইলচিম্পের নিরাপত্তা দল জানায়, ১১ জানুয়ারি গ্রাহক সহায়তা ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনা টুল ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করে। তবে আক্রমণকারী কতক্ষণ অবস্থান করেছিল সে-সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।
কোন মন্তব্য নেই