২০২৩ হতে পারে ডিসপ্লের বছর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০২৩ হতে পারে ডিসপ্লের বছর


ডিসপ্লে প্যানেলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ভোক্তাদের আকৃষ্ট করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে ল্যাপটপে উন্নত ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। বাজার ধরার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণে চলতি বছর ডিসপ্লেনির্ভর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর দ্য ভার্জ।


২০২৩ সালের ল্যাপটপগুলোয় নতুন চিপ ও গ্রাফিকস ব্যবহার করা হবে। অনেক প্রতিষ্ঠান অবশ্য নতুন টাচপ্যাড, ফ্যান সংযুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া  নিয়ে আসা হবে দারুণ সব নকশাও। তবে সবকিছু ছাপিয়ে কোম্পানিগুলো যে বিষয়টিকে মনোযোগের কেন্দ্রে রাখছে তা হচ্ছে আধুনিক ডিসপ্লে। কয়েক বছর আগেও গেমার থেকে শুরু করে যে কারো জন্য একটি হাই-এন্ড ডিসপ্লে ল্যাপটপ কেনা কঠিন ছিলো। কারণ ডিসপ্লেতে গুরুত্ব দিলে ব্যবহারকারীকে স্বাভাবিকভাবেই গুণগত মানের বিষয়টি বাদ দিতে হতো। সেক্ষেত্রে হয়তো উচ্চ রেজল্যুশন কিংবা উচ্চ রিফ্রেশ রেট বেছে নিতে হতো। পাশাপাশি কমদামি ডিসপ্লে প্যানেল নিতে হতো। সব ফিচার একইসঙ্গে ব্যবহারের কোনো সুযোগ নেই। তাছাড়া স্ট্যান্ডার্ড এলসিডি স্ক্রিনে ছবি দেখানোর জন্য একাধিক লাইট ব্যবহার করা হয়। মিনি এলইডি ডিসপ্লেগুলো ছোট ছোট ডট (লোকাল ডিমিং জোন) ব্যবহার করে, যা স্বাধীনভাবে ডিসপ্লেকে আলোকিত বা অন্ধকারাচ্ছন্ন করতে পারে।


নতুন বছরকে সামনে রেখে বাজারজাতের অপেক্ষায় থাকা ডিভাইসে সব সুবিধা দেয়ার কথাই জানাচ্ছে উৎপাদনকারীরা। যেখানে উল্লিখিত সব ধরনের প্রযুক্তিগত সমক্ষতার সমন্বয় ঘটানো হবে অনেকটা দক্ষতার সঙ্গে। চলতি বছর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন সব ল্যাপটপ বাজারে আনবে যেগুলোতে উচ্চ রেজল্যুশনের পাশাপাশি ভালো রিফ্রেশ রেটও থাকবে।


উন্নত প্রযুক্তিতে তৈরি এসকল ডিসপ্লের মধ্যে অনেকগুলো ফ্ল্যাগশিপ পর্যায়ের বা দামী হবে। যদিও নতুন বৈশিষ্ট্য সংযোজনের অর্থ হচ্ছে অচিরেই এ প্রযুক্তিগুলো সাশ্রয়ী মূল্যের পণ্যগুলোতেও সংযুক্ত করা হবে।


তাছাড়া ২০২৩ সালে স্ক্রিনগুলোর পরিধি প্রশস্ত হতে চলেছে। এর আগে ল্যাপটপগুলোর আসপেক্ট রেশিও ছিল ১৬:১০। এ ধরনের অনুপাত ডিভাইসকে মূলত অতিরিক্ত উল্লম্ব স্ক্রিনসহ লম্বা আকার দেয়। এবার বড় স্ক্রিনযুক্ত ল্যাপটপের মডেলগুলো অনেকটা ভিন্নতা নিয়ে হাজির হচ্ছে। বৃহৎ স্ক্রিন বলা হলেও যা মূলত কিম্ভূত আকারের বড় নয় বরং ব্যবহারবান্ধব। যেখানে ১৫ ইঞ্চির মডেল ১৬ ও ১৭ ইঞ্চিরগুলো ১৮ ইঞ্চিতে পরিবর্তন করা হয়েছে।

কোন মন্তব্য নেই