৬০ দিন ব্যাকআপ দেবে কসপেটের ট্যাংক এম২
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কসপেট ট্যাংক এম২ স্মার্টওয়াচে ৩৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। স্মার্টওয়াচটি নিয়মিত ব্যবহার করলে ১৫ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। তবে স্ট্যান্ডবাই মোডে এটি প্রায় ৬০ দিন স্থায়ী হয়। এতে হেলথ ও ফিটনেস পর্যবেক্ষণ ফিচারও রয়েছে।
কসপেট ট্যাংক এম২ মডেলটিতে হূত্স্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক ব্যবস্থা রয়েছে। তবে এ প্রযুক্তি জনস্বাস্থ্য নিরাপত্তাসংক্রান্ত যুক্তরাষ্ট্রের এফডিএ সার্টিফিকেশন পেয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এজন্য স্মার্টওয়াচের রিডিং সঠিক নাও হতে পারে। গ্যাজেটটিতে ঘুম ও এক্সারসাইজ ট্র্যাকিংয়ের ফিচারও রয়েছে। ডিভাইসটি ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি সাপোর্ট করে। যার মাধ্যমে কল করা, নোটিফিকেশন দেখার পাশাপাশি গান শোনার সুবিধাও পাওয়া যায়।
নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৮৫ ইঞ্চির আয়তাকার একটি ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ৩২০–৩৮৫ পিক্সেল। ডিভাইসের পাশের বাটন ও ভয়েস কমান্ড ব্যবহার করে স্মার্টওয়াচটিকে নিয়ন্ত্রণ করা যায়। স্বয়ংক্রিয়ভাবে হাঁটা, সাইকেল চালানো, দৌড়ানোসহ ছয়টি অনুশীলন কার্যক্রম ট্র্যাক করতে পারে নতুন ডিভাইসটি। এছাড়া আবহাওয়ার খবর, অ্যালার্ম ঘড়ি ও সাধারণ একটি ক্যালকুলেটরও যুক্ত আছে ডিভাইসটিতে।
কসপেট ট্যাংক এম২-এর দাম দাম ১৯৯ দশমিক ৯৮ ডলার। তবে প্রি-সেল হিসেবে বর্তমানে ৯৯ দশমিক ৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। আলিএক্সপ্রেস থেকে ডিভাইসটি ক্রয়াদেশ দেয়া যাবে, যা ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি নাগাদ হাতে পাবে গ্রাহক। ডিভাইসগুলো সরাসরি চীন থেকে পাঠানো হয় এবং শিপিংয়ের খরচ বিভিন্ন দেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। কালো-কমলা, কালো-লাল ও শুধু কালো রঙে এটি কেনা যাবে। এতে সিলিকনের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে।
কোন মন্তব্য নেই