জনপ্রিয় ট্রেন্ড ও ক্রিয়েটরস তালিকা প্রকাশ টিকটকের
চলতি বছর বাংলাদেশে টিকটকের মাধ্যমে মানুষ নানা ধরনের অভিজ্ঞতা লাভ করেছে। নতুন কিছু টিপস শেখানো হয়েছে, যার মাধ্যমে মানুষের জীবনযাপন সহজ হয়েছে। রান্নার মতো বিষয়গুলো শেখা হয়েছে। প্রিয় খেলার মুহূর্তগুলো উদযাপন করা হয়েছে, মাথায় ঘুরতে থাকা সাউন্ডট্র্যাকের সঙ্গে নিজে নিজে গান গাওয়া হয়েছে।
টিকটকের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনেসা পাপাস বলেন, ‘আমাদের বৈশ্বিক কমিউনিটি যারা এ বছর বিভিন্ন বিষয়কে ট্রেন্ড করে তুলেছে, নতুন আইডিয়া এনে অন্যদের সঙ্গে শেয়ার করেছে ও প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তুলেছে তাদের আমরা সম্মানিত করেতে চাই। টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ তাদের এসব সৃজনশীল কাজগুলো দেখেছে এবং নিজেদের অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে চলতি বছর জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে রয়েছেন সামিরা খান মাহি। জীবনমুখী শিক্ষামূলক জনপ্রিয় ভিডিওর তালিকায় সবার ওপরে রয়েছেন জুবায়ের তালুকদার। তিনি বছরজুড়ে মোবাইল ক্যামেরার বিভিন্ন ট্রিকস শেয়ার করেছেন। জনপ্রিয় গান ও সাউন্ড ট্র্যাকের ভিডিওর তালিকায় শীর্ষে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও মুজার সম্মিলিত গান বেণী খুলে।
প্রতিভাবান টিকটক ক্রিয়েটরদের তালিকায় প্রথমেই রয়েছেন ড. অনুরাধা দত্ত। পেশায় একজন চিকিৎসক হয়েও ফ্যাশন, লাইফস্টাইল ও স্বাস্থ্যকর বিভিন্ন রেসিপির কনটেন্ট তৈরি করেছেন। এর মাধ্যমে নিজেকে একজন বহুমুখী মেধাবী ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করছেন।
কোন মন্তব্য নেই