টিএসএমসি চিপের প্রথম ইভি নির্মাতা গ্রাহক টেসলা
টিএসএমসির পরবর্তী প্রজন্মের ৪/৫ ন্যানোমিটারের চিপ ক্রয় করবে টেসলা। প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা হিসেবে টিএসএমসির চিপ কিনতে যাচ্ছে ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি। তাইওয়ানভিত্তিক ডিজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টিএসএমসির পরবর্তী প্রজন্মের চিপের ক্রয়াদেশের মাধ্যমে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটির শীর্ষ সাত গ্রাহকের তালিকায় উঠে এসেছে টেসলা। নোটবুকচেকডটনেট
কোন মন্তব্য নেই