গ্রাফিকস চিপের ইউনিট ভাগ করল ইন্টেল
গ্রাফিকস কার্ড বা চিপের দিক থেকে এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) বর্তমানে শীর্ষে। পাল্লা দিয়ে টিকে থাকার লড়াই ইন্টেলের। এর অংশ হিসেবে গ্রাফিকস চিপ ইউনিটকে দুই ভাগ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। গ্রাহক পর্যায়ের গ্রাফিকস ইউনিটটি ইন্টেলের ক্লায়েন্ট কম্পিউটার গ্রুপের সঙ্গে যুক্ত করা হবে। অন্যদিকে এক্সিলারেটেড কম্পিউটিং দলটি ডাটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার সঙ্গে যুক্ত হবে। রয়টার্স
কোন মন্তব্য নেই