ই-সিম পরিষেবা চালু বাংলালিংকের
গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরো সহজ করতে ই-সিম সেবা নিয়ে এসেছে বাংলালিংক। এ স্মার্ট সলিউশনের মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা সিমকার্ড ছাড়াই সব ধরনের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবে। গতকাল ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে বাংলালিংক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকরা ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সঙ্গে দুটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবে। এছাড়াও একটি সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা ই-সিমে মাইগ্রেট করতে পারবে।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সলিউশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবাগুলো আরো স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবহার করতে পারবেন।
কোন মন্তব্য নেই