টুইট ভিউ ফিচার চালুর ঘোষণা ইলোন মাস্কের
নতুন ফিচারের কারণে এখন কোন টুইটে কতগুলো ভিউ হয়েছে বা কয়জন দেখেছে সে সংখ্যা দেখা যাবে। দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটি চালু করা হয়েছে। টুইটারের প্রধান ইলোন মাস্ক তার অ্যাকাউন্টে এক ঘোষণার মাধ্যমে এ কথা জানান।
মাস্ক জানান, ফিচারটি একটি বিষয় নিশ্চিত করে যে ৯০ শতাংশ ব্যবহারকারী কোনো টুইটের উত্তর বা রি-অ্যাকশন দেয়ার পরিবর্তে পড়তেই বেশি ভালোবাসে। কোনো টুইট বার্তায় মোট কমেন্ট, রিটুইট ও লাইকের সংখ্যার পাশাপাশি এখন থেকে ভিউও দেখা যাবে। তবে টুইটার সার্কেল ও কমিউনিটি থেকে কোনো টুইট করা হলে সেটার কোনো ভিউ কাউন্ট থাকবে না বলেও জানানো হয়। নিমা ওউজিসের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৫ ডিসেম্বরের পর যেসব টুইট করা হয়েছে শুধু সেগুলোর ভিউই দেখা যাবে।
এক বিবৃতিতে টুইটার জানায়, কোনো ব্যবহারকারী টুইট দেখলেই তা ভিউ হিসেবে গণ্য হবে। এখন যে ডিভাইস থেকেই দেখে থাকুক না কেন। যদি কেউ ফলোয়ার না হয় তাহলেও কাউন্ট হবে। যিনি টুইট করেছেন তিনি দেখলেও সেটি গণ্য হবে।
টুইটারের প্রধান নির্বাহী ১ ডিসেম্বর ফিচারটি চালুর ঘোষণা দেন।
কোন মন্তব্য নেই