মেটাভার্সে ৯০ লাখ ডলার বিনিয়োগ স্পেনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেটাভার্সে ৯০ লাখ ডলার বিনিয়োগ স্পেনের


ভিডিও গেমস ও মেটাভার্স শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনতে ৮০ লাখ ইউরো বা ৯০ লাখ ডলার বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে স্পেনের সংস্কৃতি ও স্পোর্টস মন্ত্রণালয়। খবর টেকটাইমস।


খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিডিও গেমস ও মেটাভার্স শিল্প খাতটি পুনরুদ্ধার, রূপান্তর ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে অর্থ বরাদ্দ দেবে দেশটির সরকার। আশা করা হচ্ছে মেটাভার্স ও গেমিং সম্পর্কিত উন্নয়নকাজে প্রায় ৯০ লাখ ডলার বরাদ্দ দেয়া হবে, যা আগামী বছর কার্যকর হবে। বিটকয়েন ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, পুরো ভিডিও গেম ও মেটাভার্স শিল্পের জন্য সেরাটা আনতে স্পেন সরকার এ খাতের বর্তমান তহবিল ৭০০ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ প্রোগ্রামের প্রথম ধাপের আওতায় বরাদ্দের অর্থ দিয়ে ২৫টি প্রকল্প সুবিধা পাবে।

কোন মন্তব্য নেই