সেপ্টেম্বর-নভেম্বরে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা নাইকির
শক্তিশালী পারফরম্যান্সের কথা তুলে ধরে নাইকির প্রধান আর্থিক কর্মকর্তা ম্যাট ফ্রেন্ড বলেন, সম্পূর্ণ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটি এখন তার আয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছে। তিন প্রান্তিকেরও বেশি সময় ধরে নাইকি ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকে অতিক্রম করেছে। তবে এ সময়ে খুচরা বিক্রেতাদের মতো সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি, ভোক্তাদের চাহিদা হ্রাস এবং শিপিং সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
নভেম্বরে শেষ হওয়া তিন মাসে নাইকির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ৮৫ সেন্টে। যেখানে বিশ্লেষকরা শেয়ারপ্রতি ৬৪ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। পাশাপাশি এ সময়ে সংস্থাটি ১ হাজার ৩৩২ কোটি ডলার আয় করেছে। যেখানে ১ হাজার ২৫৭ কোটি ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল।
সেপ্টেম্বরে-নভেম্বরে আগের বছরে একই সময়ের তুলনায় পণ্য মজুদ ৪৩ শতাংশ বেড়েছে। অর্থের হিসাবে যা ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে। যদিও এটি আগের প্রান্তিকের তুলনায় কমেছে। ওই প্রান্তিকে পণ্য মজুদ বেড়েছিল ৯৭০ কোটি ডলারে।
নভেম্বরে শেষ হওয়া তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় নাইকির বিক্রয় ও প্রশাসনিক ব্যয় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে সংস্থাটির ব্যয় ৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিজ্ঞাপন, বিপণন ব্যয় ও সরাসরি বিনিয়োগই এ ব্যয়ের মুখ্য ভূমিকা পালন করেছে। একই সঙ্গে এ তিন মাসে নাইকির সরাসরি বিক্রয় ১৬ শতাংশ বেড়ে ৫৪০ কোটি ডলার হয়েছে। এ সময়ে ডিজিটাল মাধ্যমে বিক্রি ২৫ শতাংশ বেড়েছে। নাইকির নির্বাহী কর্মকর্তারা অনলাইনে বিক্রি বৃদ্ধি পাওয়ার পেছনে প্রতিষ্ঠানটির ডিজিটাল মেম্বারশিপ প্লাটফর্মের রেকর্ড বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
গত কয়েক প্রান্তিকে যুক্তরাষ্ট্রভিত্তিক জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির পাইকারি আয় ঊর্ধ্বমুখী ছিল। তবে সেপ্টেম্বর-নভেম্বেরে এ আয় আরো ১৯ শতাংশ বেড়েছে। নাইকির সিইও বলেন, এ তিন মাসে পাইকারি বিক্রয় আরো শক্তিশালী ছিল। পণ্য মজুদসহ সরবরাহ চেইনের সীমাবদ্ধতা দূর করায় পাইকারি বিক্রি বেড়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মতে, আয়ের দিক থেকে নাইকির তৃতীয় বৃহৎ বাজার হলো চীন। এ তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আয় ৩ শতাংশ কমেছে। কভিড-১৯ মহামারীতে দীর্ঘমেয়াদি লকডাউনসহ দেশটিতে খুচরা বিক্রয়ে মন্দার কারণে আয় কমেছে। চলতি বছরের নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রয় ৫ দশমিক ৯ শতাংশ কমেছে।
কোন মন্তব্য নেই