১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত


২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে মাইক্রনের আয় হয়েছে ৪০৯ কোটি ডলার, এর আগের প্রান্তিকে যেখানে আয় হয়েছিল ৬৬৪ কোটি ডলার, গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে আয় হয়েছিল ৭৬৯ কোটি ডলার। ১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানিটির আয় বছরওয়ারি কমেছে ৪৬ দশমিক ৮ শতাংশ। মাইক্রনের নিট লোকসান হয়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার। ২২ ডিসেম্বর প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে।


এদিকে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে মাইক্রন। এছাড়া সব ধরনের বোনাসও বাতিল করছে তারা।


যুক্তরাষ্ট্রের আইডাহোভিত্তিক কোম্পানিতে ৪৮ হাজার কর্মী কাজ করছেন। কম্পিউটার নির্মাতাদের কাছে মেমোরি সরবরাহের জন্য সুপরিচিত মাইক্রন। গত কয়েক প্রান্তিকে পিসি বিক্রিতে শ্লথগতি দেখা গিয়েছে। ২০২৩ সালে এতে আহামরি অগ্রগতি আশা করা যাচ্ছে না। তবে সার্ভার বিক্রিতে প্রবৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই