দক্ষিণ কোরিয়ায় ৩০৭ কোটি ডলার বিনিয়োগ করবে এলজি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দক্ষিণ কোরিয়ায় ৩০৭ কোটি ডলার বিনিয়োগ করবে এলজি


দক্ষিণ কোরিয়ায় বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারি কারখানা সম্প্রসারণে ৪ ট্রিলিয়ন ওন বা ৩০৭ কোটি ডলার বিনিয়োগ করবে এলজি এনার্জি সলিউশন। সংস্থাটির উৎপাদিত ব্যাটারির প্রধান ক্রেতা টেসলা। ইলোন মাস্কের প্রতিষ্ঠানকে অধিক হারে ব্যাটারি সরবরাহ করার জন্যই কারখানা সম্প্রসারণে বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরীয় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।


এদিকে দেশটির চুংচেওংবুক-ডু প্রদেশের ওচাং শহরে অবস্থিত ইভি ব্যাটারি উৎপাদন কারখানায় সিলিন্ডার আকৃতির ব্যাটারি তৈরি করা হবে বলেও জানিয়েছে এলজি এনার্জি। এ ব্যাটারির প্রধান ক্রেতাও টেসলা। স্থায়ীভাবে ব্যাটারি সরবরাহ বাড়াতেও অনুরোধ জানিয়েছে মার্কিন ইভি জায়ান্টটি।


এলজি এনার্জি সলিউশনের এ বিনিয়োগ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই)-ভিত্তিক স্মার্ট কারখানা প্রযুক্তির উন্নয়নেও সহায়তা করবে। এর মাধ্যমে এলজি বিদেশের বাজারে কারখানার সম্প্রসারণ করতে চায়। পাশাপাশি ২০২৬ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৮০০ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।


এরই মধ্যে বিশ্বব্যাপী গাড়ি নির্মাতাদের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে এলজি। এটি আরো সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্র, চীন ও পোল্যান্ডে স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা বজায় রাখার মাধ্যমে সক্ষমতা বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।


একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কার্যক্রম প্রসারিত করছে এলজি। তবে প্রতিষ্ঠানটি এ কাজে অনেক বাধার সম্মুখীন হয়েছে। গত মার্চে দেশটির অ্যারিজোনায় সিলিন্ডার আকৃতির ব্যাটারি উৎপাদনের কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিল এলজি। শ্রম ও নির্মাণে অধিক ব্যয়সহ ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার গত জুলাইয়ে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

কোন মন্তব্য নেই