দক্ষিণ কোরিয়ায় ৩০৭ কোটি ডলার বিনিয়োগ করবে এলজি
এদিকে দেশটির চুংচেওংবুক-ডু প্রদেশের ওচাং শহরে অবস্থিত ইভি ব্যাটারি উৎপাদন কারখানায় সিলিন্ডার আকৃতির ব্যাটারি তৈরি করা হবে বলেও জানিয়েছে এলজি এনার্জি। এ ব্যাটারির প্রধান ক্রেতাও টেসলা। স্থায়ীভাবে ব্যাটারি সরবরাহ বাড়াতেও অনুরোধ জানিয়েছে মার্কিন ইভি জায়ান্টটি।
এলজি এনার্জি সলিউশনের এ বিনিয়োগ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই)-ভিত্তিক স্মার্ট কারখানা প্রযুক্তির উন্নয়নেও সহায়তা করবে। এর মাধ্যমে এলজি বিদেশের বাজারে কারখানার সম্প্রসারণ করতে চায়। পাশাপাশি ২০২৬ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৮০০ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
এরই মধ্যে বিশ্বব্যাপী গাড়ি নির্মাতাদের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে এলজি। এটি আরো সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্র, চীন ও পোল্যান্ডে স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা বজায় রাখার মাধ্যমে সক্ষমতা বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কার্যক্রম প্রসারিত করছে এলজি। তবে প্রতিষ্ঠানটি এ কাজে অনেক বাধার সম্মুখীন হয়েছে। গত মার্চে দেশটির অ্যারিজোনায় সিলিন্ডার আকৃতির ব্যাটারি উৎপাদনের কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিল এলজি। শ্রম ও নির্মাণে অধিক ব্যয়সহ ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার গত জুলাইয়ে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
কোন মন্তব্য নেই