চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা কমছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা কমছে


চলতি বছরের চতুর্থ প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকসের সেমিকন্ডাক্টর ইউনিটের পরিচালন মুনাফা দাঁড়াতে পারে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ওন, গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ৮৩ শতাংশ কম। শুধু লাভজনক সেমিকন্ডাক্টর খাতই নয়, সার্বিক ব্যবসায় আয় নিম্নমুখী।


গোল্ডম্যান স্যাকসের প্রাক্কলন, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকসের পরিচালন মুনাফা হবে ৫ দশমিক ৮২ ট্রিলিয়ন ওন, গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ৫৮ শতাংশ কম এবং পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে ৪৬ শতাংশ কম। আগের প্রাক্কলনে ৭ দশমিক ৮ ট্রিলিয়ন ওন পরিচালন মুনাফার পূর্বাভাস দিয়েছিল ওয়াল স্ট্রিট জায়ান্টটি। গোল্ডম্যান স্যাকস বলছে, চলমান অর্থনৈতিক শ্লথগতিতে স্মার্টফোন ও টিভির চাহিদা হ্রাসের ফলে স্যামসাংয়ের আয়ে প্রভাব পড়েছে।


শুধু গোল্ডম্যান স্যাকসই নয়, নিজস্ব পূর্বাভাসেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ১৬ ডিসেম্বর স্যামসাং সিকিউরিটিজ তাদের প্রাক্কলনে জানায়, চতুর্থ প্রান্তিকে ৬ দশমিক ৭৮ ট্রিলিয়ন ওন পরিচালন মুনাফা করতে পারে স্যামসাং ইলেকট্রনিকস। ২০ ডিসেম্বর ইউজেন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ তাদের পূর্বাভাসে জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা হবে ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ওন।

Post Comment