ইভিতে ৩২ কোটি ডলার প্রণোদনা দেবে ইন্দোনেশিয়া
গত সপ্তাহে দেশটির শিল্পমন্ত্রী আগুস ওমিওয়াং কার্তাসস্মিতা বলেছিলেন, ‘দেশীয় কারখানায় নির্মিত গাড়িতে ক্রেতারা ৮ কোটি রুপিয়াহ (৫ হাজার ১০০ ডলার) ছাড় পেতে পারেন। পাশাপাশি হাইব্রিড গাড়ি ও বিদ্যুচ্চালিত মোটরসাইকেলের জন্যও প্রণোদনার ব্যবস্থা থাকবে।’
ইন্দোনেশিয়ার প্রধান অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হাতারতো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কর্তৃপক্ষ বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে ইভিপ্রতি ভর্তুকি দেবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পাশাপাশি বিদ্যুচ্চালিত বাস বিক্রিতেও ভর্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
একই সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট উইডোডো বলেন, ‘আমরা আশা করছি, এ প্রণোদনার মাধ্যমে বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ও গাড়ির বাজার বিস্তৃত হবে। ইন্দোনেশিয়া ২০২৫ সাল নাগাদ সামগ্রিক গাড়ি বিক্রিতে ইভির অংশীদারত্ব ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।’
দেশটিতে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিনিয়োগের পরিকল্পনা করছে। এ তালিকায় রয়েছে টয়োটা, বিওয়াইডি, মিত্সুবিশি ও হুন্দাই মোটর। এছাড়া এসজিএমডব্লিউ মোটর ইন্দোনেশিয়া এসএআইসি মোটর, জেনারেল মোটরস ও উয়োলিং মোটরসের সঙ্গে যৌথ অংশীদারত্বে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গাড়ি সংযোজন করে থাকে।
কোন মন্তব্য নেই