শেয়ার কিনবেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা-পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৩৯ হাজার ৩৬১টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন এ উদ্যোক্তা-পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭৫০। এর মধ্যে ৩২ দশমিক ২১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ২১ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪৬ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ২৬১ টাকা ৩০ পয়সা।
কোন মন্তব্য নেই