হিম-ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হিম-ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র

 

হিম-ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতে অন্তত ১২ জন মারা গেছে, দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৫৫ ডিগ্রি) নেমে গেছে। বড়দিনের প্রেক্ষাপটে এই বৈরী আবহাওয়া ছুটি ও ভ্রমণ পরিকল্পনাতেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ২০ কোটির বেশি লোক কঠিন শীতে জমে যাওয়ার শঙ্কায় রয়েছে।


বরফ-শীতল বৃষ্টি ও ভয়াবহ ঠান্ডার মধ্যে মেইন থেকে সিয়াটল পর্যন্ত দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈরী আবহাওয়ায় অন্তত ১২ জন মারা গেছে। রাস্তাগুলোতে বরফ জমে যাওয়ায় দুর্ঘটনা ব্যাপকভাবে ঘটছে। আবার ঝড়ো আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দ্রুত যেতে পারছে না।


শনিবার দুপুর নাগাদ অন্তত এক হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। শুক্রবার বাতিল করা হয়েছে প্রায় ৫,৭০০ ফ্লাইট, বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ২,৭০০টি।

অনেক স্থানে ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে।

সূত্র : আলজাজিরা

কোন মন্তব্য নেই