ছুটির পর প্রথম কার্যদিবসে পতন, লেনদেন ৫০০ কোটির নিচে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছুটির পর প্রথম কার্যদিবসে পতন, লেনদেন ৫০০ কোটির নিচে


ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানই এদিন শেয়ারদর হারিয়েছে।


ডিএসইর দেওয়া তথ্য মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করছে।



অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৭ পয়েন্ট এবং শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ ৩ পয়েন্ট কমেছে।


সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ( ২৮ এপ্রিল) লেনদেন হয়েছিল ৮৬৯ কোটি ৮১ লাখ টাকা।


বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ১৪২টির, কমেছে ১৮৭টির। বাকি ৫১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

কোন মন্তব্য নেই