আগামী সপ্তাহে দুই কোম্পানির ইজিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের দুই কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো এনভয় টেক্সটাইলস লিমিটেড ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনভয় টেক্সটাইলস: সংঘস্বারকে কিছু পরিবর্তন ও সংযোজন করার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ মে ইজিএম করবে কোম্পানিটি। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৩ এপ্রিল।
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ৮৮৯ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৬০৫ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫ কোটি ৫৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৯ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬৫ শতাংশ বেড়েছে। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮ পয়সায়।
ফার কেমিক্যাল: এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এ লক্ষ্যে আদালতের প্রাথমিক নির্দেশনা মোতাবেক আগামী ১১ মে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রিসোর্টে ইজিএম করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১২ এপ্রিল।
সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় গত বছর এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করা হয়। তবে এ কোম্পানিকেই একীভূত করার বিষয়ে গত বছরের শেষের দিকে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ। যার খসড়া একীভূতকরণের স্কিম ফার কেমিক্যালের পর্ষদে এরই মধ্যে অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোম্পানিটি। এ স্কিম সফলভাবে সম্পন্ন হলে এস এফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।
কোন মন্তব্য নেই