সূচকের পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সূচকের পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে



ঈদুল ফিতরের ছুটির পর গতকাল ছিল পুঁজিবাজারের প্রথম কার্যদিবস। এ দিন দরপতনের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ১৯ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে অর্ধেকেরও বেশি।


বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই ডিএসইর সার্বিক সূচক পয়েন্ট হারাতে থাকে। বেলা সাড়ে ১০টায় সূচকটি প্রায় ৩৯ পয়েন্ট কমে যায়। অবশ্য দিনশেষে চড়াই-উতরাই পেরিয়ে ১২ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৬৫৬ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল ওয়ান ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারের।


ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৭ পয়েন্ট কমে ২ হাজার ৪৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৬১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৪ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনশেষে যা ছিল ১ হাজার ৪৪৭ পয়েন্টে।


ডিএসইতে গতকাল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৮৬৯ কোটি ৮১ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৭টির আর অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের বাজারদর।


খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৩ শতাংশ। এছাড়া আর্থিক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ২ শতাংশ। গতকাল ভ্রমণ খাতে সবচেয়ে বেশি ৪ দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল সিমেন্ট খাত।



গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানেজমেন্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), প্রভাতী ইন্স্যুরেন্স, সোনালী পেপার, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিকস ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।


গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি দর কমার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে ওয়ান ব্যাংক, জেমিনি সি ফুড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নাহী অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।


অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৬৮৫ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ৪৭৪ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ১৪ কোটি ৮০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসেও যা ছিল ৩৫ কোটি ২০ লাখ টাকা।


কোন মন্তব্য নেই