বিএসইসিতে ১ বছর ধরে কমিশনারের পদ শূন্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএসইসিতে ১ বছর ধরে কমিশনারের পদ শূন্য



শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ১ বছর ধরে ১টি কমিশনারের পদ শূন্য রয়েছে। সাবেক কমিশনার খন্দকার কামালুজ্জামান ১ বছর আগে বিদায় নিলেও শূন্য পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।


আইন অনুযায়ি, বিএসইসিতে খন্দকার কামালুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩১ মার্চ। এরই ধারাবাহিকতায় তিনি বিএসইসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন। যাতে বিএসইসির ওয়েবসাইট থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে তার বিদায়ের ১৩ মাসেও সৃষ্ট শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।


উল্লেখ্য, খন্দকার কামালুজ্জামান ২০১৭ সালের ১২ অক্টোবর থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বিএসইসিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই