নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধের নির্দেশ তালেবানের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধের নির্দেশ তালেবানের


ড্রাইভিং প্রশিক্ষকদেরকে নারীদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে বলেছেন আফগানিস্তানের সবচেয়ে প্রগতিশীল শহর হেরাতের তালেবান কর্মকর্তারা। এ খাতের পেশাজীবীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।


যদিও আফগানিস্তান একটি কট্টর রক্ষণশীল, পুরুষতান্ত্রিক দেশ, নারীদের জন্য বড় শহরে গাড়ি চালানো অস্বাভাবিক নয়; বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে। শহরটিকে আফগান মানদণ্ডে দীর্ঘদিন ধরে উদার বলে বিবেচনা করা হয়েছে।


হেরাতের ট্রাফিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান জান আগা আচাকজাই বলেন, আমাদের মৌখিকভাবে নারী চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শহরে নারীদের গাড়ি চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।


২৯ বছর বয়সী নারী ড্রাইভিং প্রশিক্ষক এবং একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মালিক আদিলা আদিল বলেন, তালেবানরা নিশ্চিত করতে চায়, পরবর্তী প্রজন্ম তাদের মায়েদের মতো একই ধরনের সুযোগ পাবে না।


'আমাদের বলা হয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ না দিতে এবং লাইসেন্স না দিতে', বলেন তিনি।


গত বছরের আগস্টে তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল


১৯৯৬-২০০১ মেয়াদের কট্টর শাসন ব্যবস্থার চেয়ে এবার নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু তারা ক্রমশ আফগানদের অধিকার সীমিত করছে, বিশেষ করে মেয়ে-নারীদের। তারা মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে এবং নারীদের সরকারি চাকরিতে ফিরতে বাধা দিয়েছে।


পরিবারের জন্য ঈদুল ফিতরের উপহার কিনতে স্থানীয় বাজারে গাড়ি চালিয়ে আসা শাইমা ওয়াফা বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন তালেবানকে (গার্ড) বলেছি-ট্যাক্সি চালকের পাশে বসার চেয়ে আমার গাড়িতে ভ্রমণ করা আমার জন্য বেশি আরামদায়ক।


'আমার ভাই বা স্বামীকে বাড়ি আসার জন্য অপেক্ষা না করে আমার পরিবারকে আমার গাড়িতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারা দরকার', বলেন তিনি।


প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাইম আল-হক হাক্কানি বলেছেন, কোনো আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি।


তালেবানরা স্থানীয় কর্তৃপক্ষকে জাতীয়ভাবে লিখিত ডিক্রি জারি করার পরিবর্তে কখনও কখনও মৌখিকভাবে তাদের নিজস্ব আদেশ জারি করে।


বহু বছর ধরে গাড়ি চালান-ফেরেশতেহ ইয়াকুবি নামের এক নারী। তিনি বলেন, কোনো গাড়িতে লেখা নেই যে, এটি শুধু পুরুষদের। প্রকৃতপক্ষে এটি নিরাপদ যদি একজন নারী তার নিজের গাড়ি চালান।


সম্প্রতি ২৬ বছর বয়সী জয়নব মোহসেনি নামের এক তরুণী লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তিনি বলেন, নারীরা পুরুষ চালকের ট্যাক্সির তুলনায় নিজস্ব গাড়িতে নিরাপদ বোধ করেন৷


মোহসেনির কাছে সর্বশেষ সিদ্ধান্তটি নতুন ইঙ্গিত মাত্র- নতুন সরকার আফগান নারীদেরকে তাদের কয়েকটি অধিকার ভোগ করতে বাধা দিতে কিছুতেই থামবে না।


’ধীরে ধীরে তালেবানরা নারীদের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে চায়', বলেন তিনি।

কোন মন্তব্য নেই