ইউক্রেন যুদ্ধে ভূমিকায় জনপ্রিয়তার শীর্ষে বরিস
ইউক্রেন যুদ্ধে ভূমিকায় জনপ্রিয়তার শীর্ষে বরিস
এর মধ্যেই, মঙ্গলবার দেশটিকে ৩০ কোটি পাউন্ডের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সবমিলিয়ে ইউক্রেনবাসীর কাছে এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বরিস জনসন।
ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জোগাতে প্রথম থেকেই জোরালো ভূমিকা রেখে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়ার বিরুদ্ধে ছিলেন শক্ত অবস্থানে। এতে অবশ্য তার ওপর রুশ নিষেধাজ্ঞাও জারি হয়। এমনকি, কোনো সরকারি ঘোষণা ছাড়াই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেন বরিস।
এর মধ্যেই মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতে ইউক্রেনকে ৩০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণার পাশাপশি চলমান যুদ্ধে দেশটির জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুধু সামরিক সহায়তা ঘোষণাই নয়, ইউক্রেনের পক্ষে বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে জনমত গড়ে তুলতে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন বরিস। ইউক্রেনবাসীর কাছে তাই বরিস এখন আস্থা ও বিশ্বাসের নাম।
এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ হাইকমিশন পুনরায় চালুরও ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
কোন মন্তব্য নেই