ব্রোকারেজ হাউজ ও হাসপাতালের শেয়ার কিনবে প্রভাতী ইন্স্যুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রোকারেজ হাউজ ও হাসপাতালের শেয়ার কিনবে প্রভাতী ইন্স্যুরেন্স



একটি ব্রোকারেজ হাউজ ও একটি বেসরকারি হাসপাতালের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ব্রোকারেজ হাউজটি হলো আল-মুনতাহা ট্রেডিং কোম্পানি লিমিটেড। আর হাসপাতালটি হলো রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতাল লিমিটেড। ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।


তথ্যমতে, আল-মুনতাহা ট্রেডিং কোম্পানির ডিএসই ট্রেক নম্বর ০৪৯। এ ব্রোকারেজ হাউজটির ৬৩ শতাংশ শেয়ার কিনতে চায় প্রভাতী ইন্স্যুরেন্স। এ জন্য কোম্পানিটির ব্যয় হবে ২৯ কোটি টাকা। এছাড়া রাজধানীর গ্রীন রোডের কাঠালবাগানের রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালের ৬৫ শতাংশ শেয়ার কিনবে বীমা কোম্পানিটি। এজন্য ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবে প্রভাতী ইন্স্যুরেন্স।


২০০৯ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৯২৯। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।


চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ৩৪ পয়সা।



সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৬ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২২ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ১১ পয়সা।


ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ জুলাই সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩০ মে।


এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।


২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রভাতী ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৬ হিসাব বছরে ৬ শতাংশ নগদের পাশাপাশি ৬ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোন মন্তব্য নেই