ভারতে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭
ভারতের মধ্যপ্রদেশে শনিবার ভোরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন ।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের রাজধানী ভোপাল থেকে দুই শ’ কিলোমিটার দূরে ইন্দোর শহরের স্বর্ণবাগ কলোনির ভবনের বেসমেন্টে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঊর্ধ্বতন এক ফায়ার সার্ভিস কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডের সময় ভবনের সব বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। দমকলকর্মীরা ভবন থেকে সাতটি দগ্ধ লাশ উদ্ধার করেছে। এছাড়া নয়জনকে জীবিত উদ্ধার করে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আগুন লাগার ঘটনায় ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ভবনে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন না করায় অবহেলার কারণে মৃত্যুর জন্য মামলা করা হয়েছে।’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ দুর্ঘটনায় টুইটারে শোক জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী টুইট পোস্টে বলেন, ‘মৃতদের আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা পরিবারগুলোর সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
আগুন লাগার ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার কর্মকর্তারা।
প্রাথমিক তদন্তে বেসমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই