পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবার বাড়লো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবার বাড়লো


শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৬৩ দফা বাড়ানো হলো।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ৮ মে থেকে আগামী ২৩ মে পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।


সর্বশেষ ৬২ দফায় গত ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে।


প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

কোন মন্তব্য নেই