অটো চিপ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা চীনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অটো চিপ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা চীনের


বেশি দামে অটো চিপ বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা। গাড়ি উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ বাজার চীনে গাড়ি উৎপাদন স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।


ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে রাষ্ট্রীয় পর্যায়ের বাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, তারা দেশের তিনটি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ইউয়ান বা ৩ লাখ ৮৮ হাজার ৩০০ ডলার জরিমানা করেছে। এসব প্রতিষ্ঠান হলো সাংহাই চেংশেং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড, সাংহাই চেটার ও ইউচ্যাং টেকনোলজিস।


নিয়ন্ত্রক সংস্থা জানায়, চিপ শিল্পের বিকাশে তারা নিবিড়ভাবে এর মূল্য পর্যবেক্ষণ করবে এবং শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ বাজার ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।


দীর্ঘদিন ধরে বিশ্বে চিপ সংকট চলছে। ফলে বিশ্বের গাড়ি উৎপাদন খাত অনেকটাই আক্রান্ত হয়েছে। ফোর্ড মোটর, হোন্ডা মোটর, জেনারেল মোটর ও ফক্সওয়াগনের মতো প্রতিষ্ঠান তাদের উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে।

কোন মন্তব্য নেই