ছেলের নাম ভ্লাদিমির পুতিন রাখা যাবে না? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছেলের নাম ভ্লাদিমির পুতিন রাখা যাবে না?


পছন্দের ব্যক্তিত্বের নামে অনেকেই সন্তানের নাম রাখতে চান। শুধু খেলা, রাজনীতি, শিল্প বা সাহিত্য-জগতের বিশিষ্টদের নামেই নয়, বিশেষ মতাদর্শের নামেও অনেকে ছেলেমেয়ের নাম রাখতে পছন্দ করেন।


সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে এমন একটি পরিবারের সন্ধান মিলেছে, যেখানে কারো নাম সোশ্যালিজম, কারো আবার কমিউনিজম, লেনিনিজম, মার্কসিজম। সুইডেনের লাহোম শহরের এক দম্পতিও তাদের ছেলের নাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে রাখতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, রাখা যাবে না।


সুইডেনে ইচ্ছে মতো সন্তানের নাম রাখার নিয়ম নেই। চাই সরকারি অনুমোদন। পছন্দ মতো একটি নাম বেছে কর দফতরের কাছে আবেদন করতে হয়। তারা ছাড়পত্র দিলে তবেই ওই নাম রাখা যায়। নিয়ম হলো, ‘আপত্তিকর’ বা ভবিষ্যতে অন্যের সমস্যার কারণ হয়ে উঠতে পারে, এমন নাম রাখা যাবে না। অতীতেও নানা কারণ দেখিয়ে ‘ফোর্ড’, ‘আল্লাহ’, ‘মাইকেল জ্যাকসন’, ‘টোকেন’, ‘কিউ’ ইত্যাদি নামের আবদার বাতিল করেছে সুইডিশ প্রশাসন। কিন্তু ‘ভ্লাদিমির পুতিন’ নামটি কেন রাখা যাবে না, সে ব্যাপারে লাহোমের ওই দম্পতিকে কোনো স্পষ্ট জবাব দেয়নি সুইডেনের কর দফতর।


সরকারি তথ্য বলছে, সুইডেনে মোট ১ হাজার ৪১৩ জনের নাম ভ্লাদিমির। কিন্তু তাদের মধ্যে কতজনের পদবি পুতিন, তা স্পষ্ট করে বলা নেই। শুধু লেখা, ‘দু’জনের কম’। যা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে।


তবে নাম বাতিল হলেও আবার নতুন করে আবেদন করতে পারেন ওই দম্পতি। ২০১৭ সালেই এক দম্পতির মেয়ের নাম ‘মেটালিকা’ রাখার আবদার খারিজ করে দিয়েছিল কর দফতর। যদিও পুনরায় আবেদনের ভিত্তিতে ওই নামে অনুমোদন দেয় সুইডিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই