বিএসএমএমইউ ১০ গ্রেডে নেবে সিনিয়র স্টাফ নার্স
নার্স নিয়োগের যোগ্যতা
১. বয়সসীমা
গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল অনেক চাকরির নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বিএসএমএমইউ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
২.
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার্ড প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।
৩.
বেতন: সিনিয়র স্টাফ নার্স পদে চাকরি পেলে দশম গ্রেডে বেতন পাবেন। সে ক্ষেত্রে বেতন স্কেল হবে ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
আবেদনের পদ্ধতি ও অন্য শর্ত
আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর বেলা আড়াইটার মধ্যে অনলাইনে (www.bswww.bsmmu.edu.bdmmu.edu.bd) আবেদন করতে পারবেন। প্রার্থীদের পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় বিএসএমএমইউর রেজিস্ট্রারের অনুকূলে পূবালী ব্যাংকের ঢাকার শাহবাগ এভিনিউ শাখার একাউন্ট নম্বর STD-430–এর বিপরীতে ১৪ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংক চলাকালে মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার এক দিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।
আবেদনের সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে—
ক. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল);
খ. স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল);
গ. টাকা জমার ব্যাংক রসিদের কপি ও
ঘ. মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।
কোন মন্তব্য নেই