পাঁচ টেরাবাইটের স্টোরেজ প্ল্যান চালু করছে গুগল ওয়ান
নাইনটুফাইভগুগলের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির ২ টেরাবাইট ও ১০ টেরাবাইটের প্যাকেজের সঙ্গে নতুন এ স্টোরেজ প্ল্যানটি কার্যকর করা হচ্ছে। বছরে ২৪৯ দশমিক ৯৯ ডলার প্রদানের মাধ্যমেও এ স্টোরেজ প্ল্যানটি ব্যবহার করা যাবে। এতে মাসিক হিসেবে যে অর্থ দিতে হতো তার ১৭ শতাংশ বেঁচে যাবে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।
২ টেরাবাইটের প্ল্যানে যেসব সুবিধা রয়েছে নতুন প্ল্যানে তার সবই পাওয়া যাবে। পাশাপাশি গুগল স্টোরে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের ১০ শতাংশ অর্থ ফেরত দেবে গুগল। এছাড়া গুগল সাপোর্টে দ্রুত প্রবেশের সুবিধা, ফ্যামিলি শেয়ারিং ও অ্যান্ড্রয়েড ফোনে ভিপিএন ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।
চলতি বছরের শুরুতে গ্রাহকদের জন্য আনলিমিটেড স্টোরেজ প্রদানের সুবিধা বন্ধ করে দিয়েছে গুগল। ফলে নতুন কোনো প্ল্যানে যুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের হাতে খুব কম অপশন ছিল বলে প্রযুক্তিবিদরা জানিয়েছিলেন। এর অংশ হিসেবে গুগল ওয়ান প্রথমে মাসে ১ দশমিক ৯৯ ডলার প্রদানের মাধ্যমে ১০০ জিবি স্টোরেজ সুবিধা এবং পরবর্তী সময়ে মাসিক ২ দশমিক ৯৯ ডলার প্রদানের মাধ্যমে ২০০ জিবি স্টোরেজ প্ল্যান চালু করে।
কোন মন্তব্য নেই