ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি


যারা কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১০ ব্যবহার করেন তারা ডিফল্ট ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার পান। ব্রাউজারটি পুরনো ও আউটডেটেড হওয়ায় তা ব্যবহার করলে ব্যবহারকারীর ডিভাইসটি নিয়ন্ত্রণে নিতে পারে হ্যাকাররা। এ পরিস্থিতি আমলে নিয়ে মাইক্রোসফট নিজেই জানাচ্ছে, ব্যবহারকারীরা যেন ইন্টারনেট এক্সপ্লোরার ডিলিট করে গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ ব্যবহার করে। খবর টেক নিউজ।


২৫ বছর সচল থাকার পর সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ ঘোষণা করে মাইক্রোসফট। সংস্থার নতুন ব্রাউজার ‘এজ’ এরই মধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত ওয়েব ব্রাউজারের মধ্যে অন্যতম ছিল এক্সপ্লোরার। তবে বেশ কয়েক বছর ধরেই ব্যবহারকারীর সংখ্যার বিচারে তলানিতে ছিল ব্রাউজারটি। মজা করে বলা হতো, ক্রোম-ফায়ারফক্স ডাউনলোড করা ছাড়া এক্সপ্লোরারের আর কোনো কাজ নেই। গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স, অপেরার মতো দ্রুত ব্রাউজারগুলোর সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ে পুরনো এ ব্রাউজার।


মাইক্রোসফট এখন সব মনোযোগ দিচ্ছে নতুন ব্রাউজার মাইক্রোসফট এজে।

কোন মন্তব্য নেই