নিজস্ব স্মার্ট গ্লাস নিয়ে আসছে শাওমি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিজস্ব স্মার্ট গ্লাস নিয়ে আসছে শাওমি


ফেসবুকের সঙ্গে টেক্কা দিয়ে স্মার্ট গ্লাস আনার ঘোষণা দিল চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি। এ গ্লাসটি যে শুধু ছবি তুলবে তা-ই নয় বরং তাতে মেসেজ ও নোটিফিকেশন দেখা যাবে এবং কল করা ও টেক্সট অনুবাদ করা যাবে। ফেসবুকের মতো তারাও স্মার্ট গ্লাসটি হালকা-পাতলা রাখার চেষ্টা করছে। খবর এনগ্যাজেট।


গঠন কাঠামোতে মিল থাকলেও ফেসবুক ও রে ব্যানের স্টোরিজ গ্লাসের সঙ্গে পার্থক্য রয়েছে এর। এআর ফিচারের জন্য ব্যবহার করা যাবে এমন ডিসপ্লে রাখা হচ্ছে গ্লাসটিতে। শাওমি জানিয়েছে, পর্দার জন্য তারা মনোক্রোম মাইক্রোএলইডি সিস্টেমকে বেছে নিয়েছে। এর মূল কারণ উচ্চ পিক্সেল ঘনত্ব্ব এবং সরল কাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘ জীবনকাল। শাওমির ভাষ্যে, মাইক্রোএলইডি আরো কমপ্যাক্ট ডিসপ্লে এবং পাশাপাশি পর্দার সঙ্গে জুড়ে দেয়ার সুযোগ দিয়ে থাকে।


মাইক্রোএলইডিকে বলা হচ্ছে নিজে থেকেই আলো ছড়ায় এমন এক প্রযুক্তি। বড় পরিসরে ওএলইডি পর্দার উত্তরসূরি ধরা হচ্ছে একে। কিন্তু এটি এখনো যথেষ্ট দামি এবং বাণিজ্যিক পণ্যে বড় মাপে এখনো এর ব্যবহার শুরু হয়নি।


শাওমির পুরো স্মার্ট গ্লাসটিই স্বাধীন অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে চলবে। আলাদা করে আর ফোন সংযোগের প্রয়োজন পড়বে না। শাওমির ভাষ্য অনুসারে, কোনোদিন হয়তো ফোনের জায়গাও নিয়ে নেবে স্মার্ট গ্লাসটি। ডিভাইসটিতে অনির্দিষ্ট এক এআরএম কোয়াড কোর প্রসেসর, ওয়াই-ফাই ও ব্লুটুথ মডিউল, ব্যাটারি এবং পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সব মিলিয়ে এর ওজন হবে ৫১ গ্রাম।

কোন মন্তব্য নেই