মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫১.৩৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্সুরেন্সের ৯.৯০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৮৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯.৮৩ শতাংশ, এসবিএবি ব্যাংকের ৯.৭৭ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৯.৭৪ শতাংশ, স্টান্ডার্ড ইন্সুরেন্সের ৯.৬৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৮.৭৪ শতাংশ, পূবালী ব্যাংকের ৮.৪৫ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৮.৩৭ শতাংশ দর বেড়েছে।
কোন মন্তব্য নেই